স্কিনের গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? স্পট আর পিগমেনটেশনের সমস্যা? কীভাবে অল্প কিছু দিনের মধ্যেই দাগ ছোপ কমিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়া যায়, সেই সিক্রেটটা জানতে চান? আজকে এমনই একটি স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো যেটা ব্যবহারে অল্প সময়েই ত্বকে আসবে হেলদি গ্লো! সেইসাথে একদম সেইফ অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এবং সব ধরনের ত্বকের জন্য স্যুইটেবল। প্রোডাক্টটি হচ্ছে Dermalogika Glow Secret Ampoule with Vitamin C & Strawberry Extract। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই গ্লো সিক্রেট অ্যাম্পুল সম্পর্কে বিস্তারিত।
ভরসা রাখুন পিওর সায়েন্সে
নাম না জানা রঙ ফর্সাকারী ক্রিম আর নয়, আস্থা রাখুন পিওর সায়েন্সে। খুব দ্রুত উজ্জ্বল ফর্সা ত্বক পেতে কে না চায়! কিন্তু বাজারে যে সব হার্মফুল ও নকল পাকিস্তানি ক্রিম পাওয়া যায়, তাতে থাকে বিষাক্ত উপাদান যেমন- মার্কারি, লেড। এগুলো ব্যবহার করলে স্কিনের বারোটা বেজে যাবে! তাই ভরসার জায়গাটা হচ্ছে সেইফ অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট, যেগুলো স্কিন ব্রাইট করবে কোনো ক্ষতি ছাড়াই! অ্যাম্পুলের ব্যবহার নিয়ে অনেকেরই কনফিউশন আছে। কীভাবে ও কখন অ্যাপ্লাই করবেন, কারা এই অ্যাম্পুল ব্যবহার করতে পারবেন, কী কী বেনিফিট পাবেন, কোন কোন উপাদান আছে এই সবকিছুই জানতে পারবেন আজকের ফিচারে।
অ্যাম্পুল আসলে কী?
প্রোডাক্টের রিভিউতে যাওয়ার আগে আমি এই স্কিন কেয়ার প্রোডাক্টটি নিয়ে একটু ধারণা দিতে চাই। স্কিন কেয়ার ট্রেন্ডে অ্যাম্পুলের ব্যবহার এখন খুবই পপুলার। এটা অনেকটা সিরামের মতো, হাইলি কনসেন্ট্রেটেড অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট লাইট ফর্মুলার মাধ্যমে স্কিনে পোঁছে দেওয়ার একটা কনসেপ্ট হচ্ছে অ্যাম্পুল। ইউজ্যুয়ালি এটা সিরামের থেকে একটু লিকুইড, খুব দ্রুত স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। ছোট ছোট আলাদা কাঁচের বোতল বা অ্যাম্পুলে লিকুইড থাকে, একটি অ্যাম্পুল দুই দিনে ইউজ করা যায়।
প্রথমেই ব্র্যান্ড নিয়ে কিছু কথা
ডার্মালজিকা একটি স্বনামধন্য স্কিন কেয়ার ব্র্যান্ড যেটার স্লোগান হচ্ছে ‘Clean beauty with pure science’! ফ্ললেস ও হেলদি স্কিনের জন্য ত্বকের ধরন অনুযায়ী সঠিক কনসেন্ট্রেশনের অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে, আর এই কনসেপ্ট নিয়েই কাজ করে ডার্মালজিকা। সেইসাথে স্কিন সেফটিও ব্র্যান্ডটির অন্যতম কনসার্ন। তাছাড়া এতে আর্টিফিশিয়াল কালার ও ফ্রেগ্রেন্স ব্যবহার করা হয় না। ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট এবং পিওর সায়েন্স, এই দুটোর সমন্বয়ে স্কিন কেয়ার রেঞ্জ নিয়ে এসেছে এই ব্র্যান্ডটি।
ডার্মালজিকা গ্লো সিক্রেট অ্যাম্পুল এর বিশেষত্ব কী?
এই ব্র্যান্ডটি রিসেন্টলি ৩ ধরনের অ্যাম্পুল নিয়ে এসেছে, আমি তার মধ্যে Glow Secret Ampoule with Vitamin C & Strawberry Extract ইউজ করছি। নিজস্ব অভিজ্ঞতা থেকেই আজকের রিভিউটি লেখা, আশা করছি আপনাদের কনফিউশনগুলো দূর করতে পারবো। প্রথমেই আসি, কেন আপনি এই প্রোডাক্টটি স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করবেন সেটা নিয়ে। ডার্মালজিকা গ্লো সিক্রেট অ্যাম্পুলের বিশেষত্ব কী? সেটাই জানতে চাচ্ছেন, তাই তো?
- এই অ্যাম্পুলের মেইন উপাদান ভিটামিন সি এবং স্ট্রবেরি এক্সট্র্যাক্ট
- সেইফ অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ
- ডার্মাটলোজিক্যালি টেস্টেড
- সব ধরনের স্কিনে স্যুইটেবল
- স্কিনে কোনো চিটচিটেভাব থাকে না
- খুব দ্রুত স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়
- স্পট দূর করে ত্বকের উজ্জ্বলতা ও ফর্সাভাব ফিরিয়ে আনে অল্প সময়েই
এই অ্যাম্পুলের কার্যকারিতা বা বেনিফিটগুলো কী কী?
প্রোডাক্টের কার্যকারিতা নির্ভর করে এর উপাদানগুলো উপর। চলুন জেনে নেই ত্বকের যত্নে ভিটামিন সি এবং স্ট্রবেরির উপকারিতা সম্পর্কে।
১) ভিটামিন সি এর বেনিফিট
এই অ্যাম্পুলে আছে ইথাইল অ্যাসকরবিক এসিড (ethyl ascorbic acid) যা ভিটামিন সি এর সবচেয়ে স্ট্যাবল ফর্ম। ভিটামিন সি ত্বকের হাইপার পিগমেন্টেশন কমাতে, স্কিনটোন ব্রাইট করতে এবং সান ড্যামেজ রিপেয়ার করতে খুবই কার্যকরী। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা স্কিনের কোলাজেন প্রোডাকশন বুস্ট করে।
২) স্কিন কেয়ারে স্ট্রবেরির বেনিফিট
স্ট্রবেরি পুষ্টিসমৃদ্ধ একটি ফল। এতে আছে ভিটামিন এ, সি, ই, ফলিক এসিড, এলাজিক এসিড, স্যালিসাইলিক এসিড। স্পট কমিয়ে স্কিনে হেলদি গ্লো ফিরিয়ে আনতে খুবই ভালো কাজ করে এই উপাদানটি। এর ন্যাচারাল এক্সফোলিয়েটিং প্রোপার্টি ডেড স্কিন সেলস রিমুভ করে, যার ফলে ত্বক হেলদি ও ফ্রেশ দেখায়।
প্যাকেজিং
প্যাকেটের ভেতরে আছে ৭টি ছোট ছোট অ্যাম্পুল । প্রত্যেকটি অ্যাম্পুলে আছে ৩ মি.লি লিকুইড, সাথে পেয়ে যাবেন অ্যাম্পুল ওপেনার এবং ডিসপেন্সার ক্যাপ।
অ্যাম্পুল ব্যবহারের স্কিন কেয়ার স্টেপ
১. ফেইস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ক্লিন করে ত্বকের ধরন অনুযায়ী টোনার ব্যবহার করুন।
২. কিছুক্ষণ অপেক্ষা করে ফেইসে ড্যাব ড্যাব করে ডার্মালজিকা গ্লো সিক্রেট অ্যাম্পুল অ্যাপ্লাই করে নিন। স্কিনে খুব সুন্দরভাবে মিশে যাবে।
৩. এরপর আপনার রেগুলার ময়েশ্চারাইজার/ নাইট ক্রিম ব্যবহার করুন।
৪. রাতের বেলা স্কিন কেয়ারে অ্যাম্পুল ব্যবহার করুন, যেন সারারাত এটি আপনার স্কিনে কাজ করার সুযোগ পাবে। দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
ব্যবহারবিধি
আগেই বলেছি, ডার্মালজিকা অ্যাম্পুল কাঁচের বোতলে লিকুইড অবস্থায় থাকে। একটি অ্যাম্পুল দুইদিন ব্যবহার করা যাবে। এক নজরে দেখে নিন ব্যবহার করার পদ্ধতি।
প্রথম স্টেপ- ব্যবহারের আগে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিন
দ্বিতীয় স্টেপ- অ্যাম্পুল ওপেনারটি বোতলের উপরের দিকে সেট করুন, হালকা চাপ দিলেই এটি ভেঙ্গে যাবে
তৃতীয় স্টেপ- এবার ডিসপেন্সার ক্যাপ লাগিয়ে নিন
চতুর্থ স্টেপ- হাতের তালুতে অর্ধেকটা ঢেলে নিয়ে ফেইসে, গলায় অ্যাপ্লাই করুন
শেষের স্টেপ- পরের দিন বাকিটুকু ব্যবহারের জন্য ডিসপেন্সার ক্যাপ লাগিয়ে রেখে দিন
যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
১) প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং করান এমন মায়েদের স্কিন কেয়ারে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা উচিত নয়। এই অ্যাম্পুলটি প্রেগনেন্সি ও ব্রেস্টফিডিং করানোর সময়ে ইউজ করা যাবে না।
২) আপনার বয়স ২০+ হলে স্কিন কেয়ার রুটিনে অ্যাম্পুল অ্যাড করতে পারবেন। ছেলে মেয়ে সবাই এটি ইউজ করতে পারবে।
৩) অবশ্যই বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করবেন। দিনের বেলা কোনোভাবেই সান প্রোটেকশন মিস করা যাবে না।
৪) একেক জনের স্কিনের টাইপ, কার্যক্ষমতা একেক রকমের হয়। তাই কাঙ্ক্ষিত ফলাফল পেতে কারো কারো আরও বেশি সময়ও লাগতে পারে।
প্রোডাক্ট ক্লেইম এবং আমার এক্সপেরিয়েন্স
এই ব্র্যান্ডটি ক্লেইম করে এটি ব্যবহারে মাত্র অল্প সময়ে ত্বকে ফ্ললেস হেলদি গ্লো দেখতে পারবেন, একইসাথে এটি ফেইসের ডার্ক স্পট দূর করবে। আমার স্কিন কিছুটা রাফ, স্কিনে পুরানো কিছু একনে স্পট আছে। বিজি লাইফে ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠে না, তাই স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছিলো। আমার দরকার ছিল কুইক ফিক্স সল্যুশন, যেটা খুব অল্প সময়ে আমাকে রেজাল্ট দিতে পারবে।
আমি মূলত এই প্রোডাক্টটি ট্রাই করেছি উপাদানগুলো দেখে। আর গ্লো সিক্রেট নামটাও বেশ ইন্টারেস্টিং! আসলেই প্রোডাক্ট ক্লেইমের সাথে বাস্তবতার মিল আছে কিনা, সেটা নিয়েই জানতে চাচ্ছেন, তাই তো? চলুন জেনে নেই আমার অভিজ্ঞতা কেমন ছিল। একনে স্পটগুলো অনেকটাই হালকা হয়েছে, আমার স্কিন আগের থেকে ফ্রেশ ও হেলদি দেখাচ্ছে, যেটা আমাকে অনেকেই জিজ্ঞেসা করেছে যে আসল রহস্যটা কী! নিজের কমপ্লিমেন্ট শুনতে তো ভালোই লাগছে! আর এর ক্রেডিট কিন্তু গ্লো সিক্রেট অ্যাম্পুলের। তাই আমি অবশ্যই এটি রেকমেন্ড করবো, বিশেষ করে যারা দ্রুত স্কিনে ভিজিবল চেঞ্জ দেখতে চান, গ্লোয়িং ও স্পটলেস স্কিন পেতে চান!
স্টোরেজ সতর্কতা
- এই অ্যাম্পুলটি সূর্যের আলো কিংবা সরাসরি তাপ থেকে দূরে রাখুন
- ঠাণ্ডা এবং শীতল স্থানে প্রোডাক্টটি সংরক্ষণ করুন
- অবশ্যই শিশুদের হাতের নাগালের বাহিরে রাখুন
- শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রযোজ্য
শেষে আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই, গ্লো সিক্রেট অ্যাম্পুল ব্যবহারকালীন সময়ে দিনের বেলায় এবং রান্নার সময়ে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। এক্ষেত্রে প্রোডাক্টটি অল্প পরিমাণে নিয়ে কানের নিচে বা গলার সাইডে ২৪ ঘণ্টা লাগিয়ে রেখে পর্যবেক্ষণ করবেন। কোনো ধরনের ইরিটেশন বা অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা সেটা খেয়াল করুন।
আপনারা সেলফ কেয়ারের অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।
ছবি- সাজগোজ
The post গ্লো সিক্রেট অ্যাম্পুল | ভিটামিন সি ও স্ট্রবেরির নির্যাসে ত্বক হবে ব্রাইট ও হেলদি appeared first on Shajgoj.
from Shajgoj https://ift.tt/3tFJlXS
0 comments: