Thursday, January 20, 2022

বুকমার্ক | বইয়ের শোভা বাড়াই নিজের হাতে

বই পড়তে পড়তে বিশ্রাম দরকার বা অন্য কোনো কাজে বই পড়া থেকে বিরতি নিতে বন্ধ করতে হলো বইয়ের পাতা। কিন্তু কোথায় পড়া হচ্ছিলো সেটি পরবর্তীতে চট করে বের করতে বইপ্রেমীদের কাছে খুব পছন্দনীয় জিনিস বুকমার্ক। সুন্দর এবং আকর্ষণীয় বুকমার্ক কাজের পাশাপাশি সৌন্দর্যও বৃদ্ধি করে। চলুন তাহলে হাতের কাছে থাকা জিনিস দিয়ে চট করে বানিয়ে ফেলি দারুণ কিছু বুকমার্ক।

বুকমার্ক বানানোর পদ্ধতিঃ

পমপম বুকমার্কঃ

যা লাগবে-
• একটি পেপার ক্লিপ
• উল
• একটি কাঁটা চামচ
• কেচি
• হট গ্লু

pompom

যেভাবে বানাবেন-

১। প্রথমে পছন্দের রঙের বেশখানিক উল নিন। কাঁটা চামচে একবার পেঁচিয়ে একটি লুপ তৈরী করুন। উলের একটি প্রান্ত বাইরে একটু বড় করে রাখতে হবে।

২। এবার লুপের উপর থেকে টাইট করে পেঁচিয়ে পেঁচিয়ে উলের ছোট্ট একটি বান্ডেল তৈরী করুন।

৩। উল শেষ প্রান্তে চলে আসলে প্রথমে বড় করে রাখা প্রান্তের সাথে বান্ডেলের মাঝে গিঁট দিন শক্ত করে। এবার বান্ডেলের দুই সাইড কেচি দিয়ে কেটে ফেলুন।

৪। অগোছালো উলগুলোকে কেটে ও ছেটে গোল বলের আকার দিন। তৈরী হয়ে গেলো পমপম।

৫। পমপমের গিঁট দেওয়া সুতোটাকে পেপার ক্লিপের লম্বা মাথাটির সাথে গিঁট দিন শক্ত করে। ভালোভাবে আটকে রাখার জন্য হট গ্লু দিয়ে আটকে দিন। ব্যস! তৈরী হয়ে গেলো ছোট্ট সুন্দর আকর্ষণীয় বুকমার্ক!

টাসেল বুকমার্কঃ

যা লাগবে-
• শক্ত কাগজের টুকরা
• সুতো
• পেপার ক্লিপ
• কেঁচি
• পুঁতি বা বিডস

tassel

যেভাবে বানাবেন-

১। প্রথমে একটু শক্ত এক টুকরো কাগজ নিতে হবে। পছন্দমতো রঙ এর সুতো নিয়ে একটু বড় একটি টুকরো আলাদা করে কেটে রাখতে হবে।

২। এবার বড় করে সুতো কেটে নিয়ে শক্ত কাগজে লম্বা ভাবে পেঁচিয়ে একটি লুপ তৈরী করতে হবে।

৩। এবার লুপের উপর থেকে শক্ত করে পেঁচিয়ে পেঁচিয়ে একটি বান্ডেল তৈরী করতে হবে। সুতো শেষ প্রান্তে আসলে সাবধানে কাগজ থেকে বান্ডেলটি ছাড়িয়ে নিতে হবে।

৪। এবার কাগজের ক্লিপটি নিয়ে একটু ফাঁকা করে বান্ডেলটা ঢুকিয়ে দিতে হবে।

৫। আগে থেকে কেটে রাখা টুকরো সুতোটি নিয়ে বান্ডেলের ক্লিপের সাথের প্রান্তে আড়াআড়িভাবে পেঁচিয়ে গিঁট দিয়ে বান্ডেলটি বেঁধে দিতে হবে শক্ত করে। যেন ক্লিপের সাথে বান্ডেলটি ভালোভাবে আটকে যায়।

৬। চাইলে ক্লিপের সাথে কয়েকটি পছন্দসই কাঠের পুঁতি বা বিডস লাগিয়ে নেওয়া যেতে পারে।

৭। এবার কেঁচি দিয়ে শেষ প্রান্তের সব সুতো কেটে সুন্দর করে সমান সাইজ করে নিতে হবে। একটি চিরুনি দিয়ে আঁচড়ে দিলে টাসেলটি একটু ফোলা ও দেখতে সুন্দর হবে। ব্যস! তৈরী হয়ে গেলো অল্প সময়ে খুব সহজেই টাসেল বুকমার্ক।

ভিন্টেজ পেপার বুকমার্কঃ

যা লাগবে-
• পুরোনো পত্রিকার টুকরো
• কার্ডপেপার
• আঠা
• পাঞ্চ মেশিন/ভোমর
• রঙিন সুতা/টাসেল/পুঁতি/রিবন
• বাদামী রঙ এর জলরং/মোমরং/চা/কফি
• তুলি/স্পঞ্জ/তুলা
• কালো মার্কার/কলম/স্টিকার/রঙিন কলম

vintage

যেভাবে বানাবেন-

১। প্রথমে লম্বা করে কার্ডপেপার কেটে নিতে হবে। কার্ডপেপারের সাইজের সমান সাইজ করে পেপার থেকে টুকরো কেটে নিতে হবে।

২। আঠা দিয়ে কার্ডপেপারের উপর পুরনো পেপারের টুকরোটি সুন্দরভাবে লাগাতে হবে।

৩। আঠা ভালোভাবে শুকিয়ে গেলে পাঞ্চ মেশিন বা ভ্রমর দিয়ে একপাশে ফুটো করে নিতে হবে। এতে রঙিন সুতো/টাসেল/রিবন বা পুঁতি ঝুলিয়ে দিতে হবে।

৪। একটি তুলি/স্পঞ্জ/তুলা দিয়ে বাদামী জলরং/চা/কফি নিয়ে বুকমার্কের চারপাশে আস্তে আস্তে চাপ দিয়ে একটু পুরনো ভাব আনতে পারবেন। চাইলে কালো বা রঙিন কলম/মার্কার দিয়ে কোন কোটেশন বা পছন্দমতো ছবি আঁকাতে পারেন। ব্যস! তৈরী হয়ে গেলো ভিন্টেজ পেপার বুকমার্ক।

টি কাপ বুকমার্কঃ

চা প্রেমী ও বইপ্রেমী একসাথে হলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন টি কাপ বুকমার্ক। এটি দেখতেও যেমন সুন্দর তেমনই বুকমার্ক হিসেবেও কাজ করবে দারুণ।

যা লাগবে-
• কার্ড পেপার
• প্যাটার্ন/প্রিন্টেড পেপার
• পাটের চিকন দড়ি
• স্টোন/চুমকি, কাগজের ফুল
• আঠা

teacup

যেভাবে বানাবেন-

১। প্রথমে একটি টি কাপ ও টি ব্যাগ এঁকে নিন। এবার সেটিকে কার্ড পেপার ও প্রিন্টেড/প্যাটার্ন পেপারে ট্রেস করে নিন।

২। সুন্দর করে টি ব্যাগ ও কাপের শেইপ কেটে নিন ২ পিস করে।

৩। প্রতিটি কার্ড পেপারের একপাশে প্রিন্টেড/প্যাটার্ন পেপার আঠা দিয়ে লাগিয়ে নিন। আঠা শুকিয়ে গেলে পাটের চিকন দড়ি নিন কেটে নিন একটু লম্বা করে।

৪। দড়ির এক প্রান্তে টি কাপ ও অন্য প্রান্তে একটি টি ব্যাগ এমনভাবে লাগিয়ে নিন যেন প্যাটার্ন/প্রিন্টেড পেপার লাগানো সাইডটি উপরে থাকে।

৫। দড়িটি একটু লেগে আসলে অন্য টুকরাগুলোকে আঠা দিয়ে তার উপর লাগিয়ে দিন। এবার পছন্দমতো চুমকি/স্টোন বা কাগজের ফুল দিয়ে সাজান। ব্যস! তৈরি হয়ে গেলো টি কাপ বুকমার্ক।

খুব সহজ কয়েকটি বুকমার্ক বানানোর পদ্ধতি তো জেনে নিলেন। এবার পছন্দের বইয়ের নান্দনিক শোভা বাড়াতে পারবেন আপনি নিজেই!

 

ছবিঃ পিন্টারেস্ট, কিনারি, চাইল্ডহুড ১০১

The post বুকমার্ক | বইয়ের শোভা বাড়াই নিজের হাতে appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/33A8skq
Previous Post
Next Post

0 comments: