Sunday, February 27, 2022

হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে ট্রাই করুন ন্যাচারাল হেয়ার মিস্ট!

নারীদের কাছে সুন্দর চুলের আবেদন সবসময় একটু বেশি। সুন্দর, সিল্কি ও ঘন চুল কে না চায়? একটু যত্ন নিলেই কিন্তু সুন্দর চুল পাওয়া সম্ভব। অতিরিক্ত চুল পড়া, তৈলাক্ত মাথার তালু, চুলের রুক্ষতা ইত্যাদি আনহেলদি চুলের লক্ষণ। এই ছোটখাটো সমস্যা থেকে শুরু হয় আগা ফাটা, চুল পড়া ইত্যাদি সমস্যা। হেয়ার প্রবলেম দূর করতে কত কিছুই না ট্রাই করি আমরা! নিয়মিত চুলের যত্ন নেওয়ার সাথে সাথে ঘরোয়া কিছু হেয়ার মিস্ট ব্যবহার করে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। চলুন জেনে নেই সিল্কি ও শাইনি চুল পেতে কোন DIY হেয়ার মিস্টগুলো আসলেই হেল্পফুল হবে।

হেয়ার প্রবলেম দূর করতে হেয়ার মিস্ট

ঘরোয়া হেয়ার মিস্ট তৈরির জন্য খুব বেশি উপাদানের প্রয়োজন নেই। ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে খুব সহজে স্ট্রং, সিল্কি ও শাইনি চুল পাওয়া সম্ভব। আর সবচেয়ে বড় কথা, এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই। তাহলে জেনে নেওয়া যাক উপায়গুলো।

১। মেথি দিয়ে ন্যাচারাল হেয়ার মিস্ট

চুলের অনেক সমস্যা দূর করে মেথি। মেথিতে ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন সি রয়েছে যা চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এই হেয়ার মিস্ট বানাতে আপনার লাগবে তিন/চার চামচ মেথি ( চুলের লেন্থ অনুযায়ী )

যেভাবে তৈরি করবেন

সারারাত পানিতে মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন একটি স্প্রে বোতলে মেথি ভিজানো পানি ঢালুন। মাথার তালু এবং সম্পূর্ণ চুলে এটি স্প্রে করুন। চুলে এটি ২০ মিনিট রাখুন। এরপর চুলে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই/তিনবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে নিজেই নিজের চুলের পার্থক্য দেখতে পাবেন।

২। জিনজার হেয়ার মিস্ট

‘আদা’ নামটা শুনে অবাক হলেও এই উপাদানটি চুল পড়া রোধে ও খুশকি দূর করতে বেশ কার্যকর। এটি মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে চুলের গ্রোথ প্রোমোট করে। এক কাপ পানিতে দুই টেবিল চামচ আদার রস মিশিয়ে নিলেই জিনজার হেয়ার মিস্ট রেডি।

যেভাবে তৈরি করবেন

একটি স্প্রে বোতলে আদার রস এবং পানি একসাথে ঢালুন। ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এটি সম্পূর্ণ চুলে স্প্রে করুন। চুলে ব্যবহারের কমপক্ষে ২ ঘন্টা আগে এটি তৈরি করুন। তারপর ব্যবহার করুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। আদা চুলের আগা ফাটা রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

৩। অ্যালোভেরা জেল দিয়ে DIY হেয়ার মিস্ট

অ্যালোভেরা বহুগুণ সমৃদ্ধ একটি উপাদান। ত্বক এবং চুলের যত্নে এটি বহুল ব্যবহৃত। অ্যালোভেরাকে প্রাকৃতিক কন্ডিশনার বলা হয়। এটি চুলের খুশকি দূর করে এবং চুলের জট বাঁধা রোধ করে। শুধু তাই নয়, এটি চুলকে সিল্কি এবং শাইনি করে তোলে।

যা যা লাগবে
  • একটি স্প্রে বোতল
  • এক কাপ কুসুম গরম পানি
  • এক টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • পাঁচ ফোঁটা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল
যেভাবে তৈরি করবেন

সবগুলো উপাদান স্প্রে বোতলে ঢেলে নিন। এবার ভালো করে ঝাঁকিয়ে নিন। এটি ভেজা অথবা ড্রাই, যেকোনো চুলে ব্যবহার করতে পারবেন। মিশ্রণটি চুলে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিবেন। সপ্তাহে এক অথবা দুইবার ব্যবহার করুন। হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে এটি খুবই কার্যকর।

৪। লেমন হেয়ার মিস্ট

লেবু কম বেশি সবার ঘরে থাকে। এই লেবু দিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মিস্ট! এটি চুল শাইন করার পাশাপাশি মাথার তালুর অতিরিক্ত তেল শুষে নেয়। দুই কাপ পানি এবং একটি লেবু দিয়েই এটি বানিয়ে নেওয়া যায়।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে লেবুর টুকরো এবং পানি দিয়ে চুলায় জ্বাল দিন। বেশ কিছুক্ষণ ধরে জ্বাল দিতে হবে। পানি অর্ধেক হয়ে আসলে চুলা থেকে পাত্র নামিয়ে ফেলুন। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে একটি স্প্রে-এর বোতলে ঢালুন। এই মিশ্রণটি সম্পূর্ণ চুলে ব্যবহার করুন। এই স্প্রেটি ফ্রিজে সংরক্ষণ করুন। সাধারণত এক সপ্তাহ পর্যন্ত এটি সংরক্ষণ করতে পারবেন। যদি মিশ্রণ থেকে ফেনা উঠে, অন্য রং হয়ে যায় অথবা দুর্গন্ধ বের হয় তাহলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। লেবুর পরিবর্তে কমলার টুকরো ব্যবহার করতে পারেন।

৫। রোজ ওয়াটার হেয়ার মিস্ট

গোলাপজল এবং জোজোবা অয়েল দিয়ে বানানো মিস্ট মাথার তালুর নানা সমস্যা দূর করতে বেশ কার্যকর। বিশেষ করে যাদের মাথার তালুতে ইনফ্ল্যামেশনের সমস্যা আছে, কেমিক্যালি ডামেজড চুল অথবা শুষ্ক আবহাওয়াতে চুল ড্রাই হয়ে গেছে, তাদের জন্য এই হেয়ার মিস্ট বেশ উপকারী। কারণ রোজ ওয়াটার চুলের পি এইচ লেভেল ঠিক রাখে, চুলের সফটনেস রিস্টোর করতে হেল্প করে। আর জোজোবা অয়েল চিটচিটেভাব ছাড়াই চুলে ময়েশ্চার যোগায়।

যেভাবে তৈরি করবেন

একটি সসপ্যানে পানি আর গোলাপের পাঁপড়ি নিয়ে জ্বাল দিন। এর মধ্যে কয়েক ফোঁটা জোজোবা অয়েল মেশান। কিছুক্ষণ জ্বাল দিন। এরপর ঠান্ডা হলে একটি স্প্রে বোতলে ঢালুন। চুলে ব্যবহারের পূর্বে অব্যশই ঝাঁকিয়ে নিবেন। গোলাপের পাঁপড়ি পানি দিয়ে জ্বাল না দিতে চাইলে বা সময় না থাকলে মার্কেটে যে রোজ ওয়াটার পাওয়া যায়, সেগুলোই সরাসরি ব্যবহার করতে পারেন।

যেহেতু একদমই প্রাকৃতিক, কোনো প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে না, তাই খুব বেশি দিন এগুলো সংরক্ষণ করবেন না। ঘরোয়া উপাদান দিয়ে তৈরির কারণে এটি দ্রুত নষ্ট হয়ে যায়। তাই তৈরি করার পর কিছুদিনের মধ্যে ব্যবহার করা উচিত। হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে আজই ট্রাই করুন ন্যাচারাল হেয়ার মিস্ট! তাহলে আজ এই পর্যন্তই। অথেনটিক যেকোনো হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন। অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও পছন্দমতো প্রোডাক্টটি কিনে নিতে পারেন।

 

ছবি- সাটারস্টক

The post হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে ট্রাই করুন ন্যাচারাল হেয়ার মিস্ট! appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/jwtI0LJ
Previous Post
Next Post

0 comments: