একটা দুটা একনে বা ব্রণ যখন পুরো ফেইসকে মলিন করে ফেলে, তখন কেমন লাগে বলুন তো? নিশ্চয়ই মনটাই খারাপ হয়ে যায়, তাই না? অনেক কিছু ব্যবহার করার পরও যেন ঠিক হতেই চায় না! একটা দুটো করে উঠে এবং এরপর আরও একনে হতে থাকে। ব্রণ কমে গেলেও দাগটা কিন্তু রয়েই যায়। আয়নার সামনে দাঁড়ালে দাগটাই যেন বেশি চোখে পরে! এর কোনো সহজ সমাধান আছে কি? ব্রণমুক্ত ক্লিয়ার স্কিন পেতে কি করা যেতে পারে? উত্তরটা এখনই পেয়ে যাবেন। ব্রণ দূর করতে একটি কার্যকরী মাস্ক সম্পর্কে আজ জানাবো।
ব্রণ দূর করার মাস্ক
স্কিন ক্যাফে একনে কেয়ার মাস্ক, ব্রণ ও ব্রণের দাগ কমাতে আমার হলি গ্রেইল প্রোডাক্ট! ব্রণ দূর করতে প্রোপার স্কিন কেয়ারের পাশাপাশি একটি মাস্ক বা প্যাক ইউজ করা প্রয়োজন, যেটা খুব দ্রুত আপনাকে এই সমস্যার সল্যুশন দেবে। স্কিন ক্যাফে একনে কেয়ার মাস্কে রয়েছে-
১। মুলতানি মাটি
২। নিম
৩। কমলার খোসার পাউডার
৪। হলুদের গুঁড়ো
৫। কওলিন মাটি
এই সবগুলো উপাদান ১০০% ন্যাচরাল। এই উপাদানগুলো একনে, একনের দাগ কমাতে খুব দ্রুত কাজ করে। এই উপাদানগুলো একনে সমাধানের জন্য ইফেক্টিভ ও একদম মাইন্ড হওয়াতে তা কোনভাবেই একনে বাড়িয়ে তোলে না। একনে সমাধানের সাথে সাথে আরও কী কাজ করে এই প্রাকৃতিক উপাদানগুলো সেটা এখন জেনে নেয়া যাক।
মুলতানি মাটি
মুলতানি মাটি সবচেয়ে পরিচিত একটি উপাদান ত্বকের তৈলাক্ততা ও ব্রণের সমাধানের জন্য। এটা স্কিন থেকে অতিরিক্ত সিবাম এবং অয়েল রিমুভ করে। স্কিনের ডিপ লেয়ার থেকে ময়লা, ঘাম পরিষ্কার করে। স্কিনে পিগমেনটেশানের প্রবলেম থাকলে মুলতানি মাটি ব্যবহারে তা দূর হয়। এই উপাদানটি সান ট্যান, স্কিন র্যাশ, ইনফেকশন থাকলে তা আস্তে আস্তে ঠিক করে স্কিনকে স্মুথ করে তোলে।
নিম
নিম পিম্পল কমাতে সাহায্য করে কেননা এতে আছে জীবাণু ধ্বংস করার শক্তি। একনের কারনে যে দাগ রয়ে যায় স্কিনে, তা অনেকটাই কমিয়ে আনে নিম। নিম ব্যবহারে স্কিনের হাই পিগমেনটেশন আস্তে আস্তে হালকা হতে শুরু করে।
কমলার খোসার পাউডার
কমলার খোসায় রয়েছে ভিটামিন সি, যা স্কিনের কোলাজেন এবং ইলাস্টিন প্রডাকশন বাড়ায়। ফলে স্কিনে একটা ব্রাইট লুক আসে এবং একনে স্কার অথবা একনের দাগ আস্তে আস্তে হালকা হয়। এটা পোরকে ডিপলি ক্লিন করে, যার কারনে ব্ল্যাকহেডস রিমুভ হয় স্কিন থেকে।
হলুদের গুঁড়ো
হলুদের গুঁড়োতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটোরি প্রোপার্টি, যা স্কিনের ভিতর থেকে একনে কমাতে সাহায্য করে স্কিনে একটা গ্লোয়িং ইফেক্ট দেয়।
কওলিন মাটি
কওলিন মাটি সবচেয়ে মাইল্ড ক্লে, যা স্কিন কেয়ারে ব্যবহার করা হয় বিভিন্নভাবে। এটি স্কিনের অতিরিক্ত অয়েল ক্লিন করে এবং একই সাথে পিম্পল কমাতে খুবই কার্যকরী।
কীভাবে ব্যবহার করতে হবে
১। প্রথমে ১ টেবিল চামুচ স্কিন ক্যাফে একনে কেয়ার মাস্ক নিয়ে পরিমাণ মত পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ পেস্ট বানাতে হবে।
২। এরপর পুরো ফেইস ভালোভাবে পরিষ্কার করে পেস্টটি ভালোভাবে ফেইস এবং গলায় লাগাতে হবে। মনে রাখতে হবে আই এরিয়া এবং ঠোঁটে যেন তা না লাগে!
৩। মাস্কটি লাগানো হয়ে গেলে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে।
৪। ১৫ মিনিট পরে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, ব্যাস!
এই মাস্কটি সপ্তাহে ২-৩ বার ব্যবহারে দ্রুত ফল পাওয়া যাবে। আপনারা চাইলে এই মাস্কের সাথে রোজ ওয়াটার, অ্যালোভেরা জেল মিক্স করে নিতে পারেন। তাহলে সেটা স্কিনের জন্য আরও বেনিফিসিয়াল হবে।
প্যাকেজিং
এই মাস্কের প্যাকেটটি বেশ ভালো লেগেছে আমার। প্যাকেটটি খোলার পর ভিতরে একটা জিপ করা আরেকটি প্যাকেট পাওয়া যাবে। এর মধ্যেই এয়ারটাইট ভাবে মাস্ক আছে। যতটুকু প্রয়োজন ঠিক ততোটুকু পাউডার নিয়ে প্যাকেটটি আবার জিপ করে আটকিয়ে রাখা যাবে। এয়ারটাইট প্যাকেট হওয়ার কারনে প্যাকেটের ভিতরে বাতাস ঢুকতে পারে না। এতে করে মাস্কের পাউডার ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং অনেকদিন ধরে ব্যবহার করা যায়।
আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।
এই মাস্কটি এত উপকারি যে এটা না ব্যবহার করলে বুঝতেই পারবেন না যে, এটা কত দ্রুত একনে সমাধান করে একনের দাগও কমিয়ে ফেলে। যাদের একনে-প্রন স্কিন তাদের জন্য এটা একটা বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট। যেহেতু স্কিন ক্যাফে একনে কেয়ার মাস্কের বেনেফিটগুলো জানা হয়ে গেল, তাই ব্রণমুক্ত ক্লিয়ার স্কিন পেতে এটি ইউজ করে দেখুন! একনে সমাধানের সাথে সাথে পেয়ে যাবেন স্মুথ এবং ব্রাইট স্কিন। সেই সাথে হেলদি লাইফস্টাইল মেনটেইন করবেন, প্রচুর পানি পান করবেন, সময়মতো ঘুমাবেন। ব্রণের সমস্যা কমিয়ে আনার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে একনে-প্রন স্কিনের জন্য প্রোপার স্কিন কেয়ার রুটিন ফলো করবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।
ছবি- সাটারস্টক, সাজগোজ
The post ব্রণমুক্ত ক্লিয়ার স্কিন পাওয়ার সহজ উপায় আছে কি? appeared first on Shajgoj.
from Shajgoj https://ift.tt/3xcADQo
0 comments: